- অধ্যক্ষের বাণী

মোঃ ফোরকান কবির
বাংলাদেশে উচ্চশিক্ষা বিস্তারের অভিযাত্রায় গলাচিপা সরকারি কলেজ পটুয়াখালী জেলার অন্যতম পথিকৃত প্রতিষ্ঠান। ১৯৬৯ খ্রিঃ প্রতিষ্ঠার পর থেকে চুয়ান্ন বছরের পথ পরিক্রমায় অত্র এলাকার শিক্ষার্থীদের মানব সম্পদে উন্নীত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি নিরন্তর ভূমিকা রেখে চলেছে। জাতির আর্থসামাজিক ও সাংষ্কৃতিক বিকাশের সঙ্গে জড়িত থেকে প্রতিষ্ঠানটি নিজেই হয়ে উঠেছে পটুয়াখালী জেলার ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। এলাকার অনেক সমাজসেবক ও স্বনামধন্য শিক্ষক যেমন প্রতিষ্ঠানটি আলোকিত করেছেন, তেমনি এখানকার শিক্ষার্থীদের অনেকেই জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। নানা সীমাবদ্ধতার মধ্যেও গলাচিপা সরকারি কলেজ তার গৌরবের উত্তরাধিকার বহন করে চলেছে। উল্লেখযোগ্য সংখ্যক মেধাবী শিক্ষক ও ছাত্র-ছাত্রীর সমাহারে উপজেলার কলেজ পর্যায়ে গত একযুগ ধরে শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত। গৌরবময় ঐতিহ্যের ধারায় শিক্ষার গুণগত মান উন্নয়নে কলেজটি নিরলসভাবে কাজ করছে। আমার অধ্যক্ষের দায়িত্ব পালনকালীন সময়ে, অত্র কলেজটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ৮ আগস্ট, ২০১৮ থেকে সরকারিকরণ করা হয়। গলাচিপা সরকারি কলেজের পক্ষ থেকে অত্র কলেজের প্রয়াত প্রতিষ্ঠাতাবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও প্রয়াত শিক্ষকবৃন্দের প্রতি রইল দোয়া ও কৃতজ্ঞতা। প্রতিষ্ঠানটির এগিয়ে চলার ক্ষেত্রে বর্তমান ও সাবেক ছাত্র-শিক্ষক, অভিভাবক, অবসরপ্রাপ্ত শিক্ষক, সমাজসেবক, জনপ্রতিনিধি ও শুভানুধ্যায়ীদের কাছে সহযোগিতা প্রত্যাশা করছি। আল্লাহ আমাদের সহায় হোক।
অধ্যক্ষ
গলাচিপা সরকারি কলেজ
গলাচিপা, পটুয়াখালী।